অমৃত চেয়েছিলে যদি
কেন তবে এত অশ্রু পান
জানো না কি প্রয়োজন ছিল ধারাস্নান
সর্ব অঙ্গ পূত করা হোম অগ্নি জল
তুমি কেবল
ঠেলে গেলে পূরীষের স্তূপ পথের দুধারে
আধেয় আধারে
ভেদ নাহি রেখে
কলুষ কজ্জ্বল লাগিয়ে দুচোখে
হাসিতে উজ্জ্বল
তবুও অমৃত মস্তিষ্কে তোমার করেছিল ভর
জেনেছিলে এই সার বাকি অপর
দুহাতে মন্থন করে তুলেছ গরল
দিবানিশি
বাকি সব হাহারব তরল পাপ পুণ্য মেশামিশি
ঝরিয়েছে ধারাপাত
তাহারই প্রবল অভিঘাত
ভাসিয়ে নিয়েছে শুধু দূরে
এইখানে অমৃত ওঠে পুরে
তুমি বয়ে চলা নদী

Leave a comment